চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের স্বনামধন্য মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আনন্দঘন পরিবেশে এই বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আক্তার আহমদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন চৌধুরী, সেলিম চৌধুরী, শাহাদাত হোসেন চৌধুরী ও নুরুল কবির চৌধুরী কাঞ্চন।
সভায় কৃতি শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের স্কুলের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অতিথিগণ উপস্থিত বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।