চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান পরিচালনা করে পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী জাহিদুল ইসলাম ওরফে পিচ্ছি জাহেদকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় তার কাছ থেকে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নে তার বসত বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদ উপজেলার পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. নুর ইসলামের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর মো. ফারহান ফুয়াদের নেতৃত্বে একটি বিশেষ অভিযানে তাকে তার নিজ বসত বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পিচ্চি জাহিদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনীর অভিযানিক দল।
অভিযানকালে বাজালিয়া আর্মি ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি, ওয়ারেন্ট অফিসার মো. ফজলুল হকসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা অংশ নেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিচ্চি জাহিদ তার বিরুদ্ধে বর্তমানে দুটি হত্যা মামলা ও দুটি মাদক সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে স্বীকার করেছেন।
এ বিষয়ে ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি জানান, উদ্ধারকৃত ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত পিচ্চি জাহিদকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, এলাকায় আইনশৃঙ্ঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে সেনাবাহিনীর এ ধরনের অভিযান নিয়মিত চলবে।