চট্টগ্রামের সাতকানিয়ায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিভিন্ন পেট্রোল পাম্প, সিলিন্ডার গ্যাসের গুদাম ও দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) কেরানিহাট এলাকায় অভিযান পরিচালনা করে এই দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
জানা যায়, উপজেলার ছদাহা চারা বটতলী এলাকায় সিলিন্ডার গুদামের মালিক মো. ফেরদৌসকে ৫০ হাজার, কেরানিহাটে মেসার্স মজিদ পেট্রোল পাম্প অ্যান্ড কোংকে ২০ হাজার, সাঙ্গু এলপিজিকে ২০ হাজার, বাজালিয়া অটো এলপিজিকে ১০ হাজার, কেরানিহাট অটো গ্যাসকে ২০ হাজার, তোহা এন্টারপ্রাইজকে ২০ হাজার এবং বান্দরবান-কেরানিহাট সড়কে গাড়ি রাখার দায়ে কেরানিহাট বাস মালিক সমিতিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানান, কেরানিহাট এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণের যথাযথ ব্যবস্থা না থাকা, মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার সংরক্ষণ, আবাসিক এলাকায় সিলিন্ডার মজুত করা এবং লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়ায় অগ্নিনির্বাপণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, উপজেলার কেরানিহাট বাজার এলাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনতিবিলম্বে যেসব বহুতল ভবন, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং সেফ এক্সিট নেই, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।