চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে তসলিমা আক্তার নামের এক পেশাদার চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে নগদ ৪ লাখ ৫২ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার ও চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে ১সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকার বাদশার বাপের বাড়ির ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তসলিমা আক্তার ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের স্ত্রী।
জানা গেছে, গত ২১ আগস্ট খতিজাতুল কোবরা রাফি নামে এক নারী চকরিয়ায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য লোহাড়ার আমিরাবাদ এলাকায় একটি দোকানের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় অজ্ঞাতনামা একজন ভিখারির বেশে তাদের কাছে ভিক্ষা চাইতে থাকেন। ভিক্ষুকদের একজন খতিজাতুল কোবরা রাফির সাথে থাকা এক মহিলাকে উস্কানিমূলক কথা বলে ক্ষেপিয়ে দেন। এতে ভিক্ষুকের সাথে খতিজাতুল কোবরা রাফির সাথে থাকা মহিলার বাকবিতণ্ডা হয়। ওই সময় খতিজাতুল কোবরা রাফি বাকবিতণ্ডা সমাধান করতে গেলে তসলিমা কৌশলে তার কাঁধে থাকা ব্যাগের চেইন খুলে প্রায় ২ ভরি ওজনের স্বর্ণ (২ জোড়া কানের দুল, ১টি আংটি) নিয়ে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তসলিমাকে খুঁজে পাওয়া যায় নি।
পরে গত ২৫ আগস্ট এব্যাপারে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন খাদিজাতুল কোবরা রাফি।
এ ঘটনায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ তসলিমার বাসা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৪ লাখ ৫১ হাজার টাকা এবং ৩ ভরি ১১ আনা ২ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করেন। এসব স্বর্ণালঙ্কার প্রবাসীর স্ত্রীর বলে শনাক্ত করেন। তসলিমা আক্তারকে আদালতে পাঠানো হয়েছে।