চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও বিদেশি সিগারেট জব্দ ও দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল ৯টার দিকে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মঈনউদ্দীন ফয়সাল, সাতকানিয়া থানার এসআই মোহাম্মদ রায়হান, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত আব্দুল হক ও ইউনুসের বাড়ির নিচে "জাহানারা স্টোর” এর গোডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় গোডাউনে সংরক্ষিত ৯০৪৬.১ কেজি নিষিদ্ধ পলিথিন ও ৩৫০ প্যাকেট দুবাইয়ের ORIS SILVER সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৫ লক্ষ ১৭ হাজার ৩ শত চিয়াত্তর টাকা।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম জানান, অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও সিগারেট জব্দ করা হয়েছে। আর এসব নিষিদ্ধ মালামাল মজুদ, বাজারজাতকরণ ও বিক্রয়ের দায়ে "জাহানারা স্টোর”কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।