চট্টগ্রামের সাতকানিয়ায় এক বিশেষ অভিযানে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, দুইটি রামদা ও একটি চাপাতিসহ দুইজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছনখোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছনখোলা এলাকার নুরুল হকের ছেলে সাইমন উদ্দিন (১৯) একই এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৫)।
জানা যায়, অবৈধ অস্ত্র আছে এমন তথ্যের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করে সাইমন ও জাহাঙ্গীরকে গ্রেফতার করে যৌথবাহিনী। পরে তাদের দেওয়া তথ্যমতে একটি খড়ের গাদা থেকে ১টি একনলা বন্দুক এবং ৩ রাউন্ড কার্তুজ, ২টি রামদা ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা বর্তমানে সাতকানিয়া থানা হেফাজতে রয়েছেন। আইনগত ব্যবস্থা গ্রহন পরবর্তী তাদের আদালতে পাঠানো হবে।