চট্টগ্রামের সাতকানিয়ায় রেললাইনে কাটা পড়ে স্বরূপ ভট্টাচার্য্য (২৫) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কেঁওচিয়া তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বরূপ ভট্টাচার্য্য রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের মৃত হীরণ ভট্টাচার্য্যের ছেলে।
জানা যায়,গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়া উপজেলার তেমুহনী এলাকায় এনজিও কর্মী স্বরূপ ভট্টাচার্য্য ট্রেনে কাটা পড়ে মারা যায়। ট্রেনটি রাত ৮টার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার সময় ট্রেনে কাটা পড়ছে বলে এলাকাবাসী ধারণা করছেন।
নিহত স্বরূপ ভট্টাচার্য টিএমএসএস আনোয়ারা থানা এলাকায় চাকরি করতেন বলে জানা গেছে।
জানা যায়, নিহত স্বরূপ ভট্টাচার্য বৃহস্পতিবার তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেছেন, ‘আমার মতো কুলাঙ্গার ছেলে যেন কোনো মায়ের পেটে না হয়। আমার মতো ছেলে বেঁচে থাকা মানে দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, পরিবারের ক্ষতি। তাই নিজের জীবন উৎসর্গ করে দিলাম রেলপথে। ভাল থেকো মা, ভাই-বোন। সবাই আমাকে ক্ষমা করে দাও’। এর পরপরই স্বজনরা তার সন্ধানে অনেক খোঁজাখুঁজি শুরু করেন।
তবে মোবাইলটি বন্ধ পাওয়ায় তাকে খুঁজে পেতে ব্যর্থ হন তারা। রাতে সাতকানিয়া এলাকায় রেললাইনে কাটা পড়ার খবর পান পরিবার।
চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ পরিদর্শক (নিঃ) এসএম শহীদুল ইসলাম বলেন, সাতকানিয়া এলাকায় ট্রেনে পড়ে এক যুবকের মৃত্যু হয়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।