বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়ন শাখার দায়িত্বশীল টিএস-২৫ অনুষ্ঠিত হয়েছে৷
শুক্রবার (২৮ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টায় স্থানীয় আল হেলাল মহিলা মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত টিএস-২৫ এ প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন নোমান।
ইউনিয়ন আমীর মোহাম্মদ হাশেমের সভাপতিত্বে টিএস প্রোগ্রামে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা সেক্রেটারি মোহাম্মদ তারেক হোছাইন।
দরসে-কুরআন পেশ করেন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হারুন।
এ সময় অন্যান্যদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ আজিজুর রহমান সহ ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।