চট্টগ্রাম-১৫ আসনের ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শাহাজাহান চৌধুরী'র সমর্থনে জাতীয় নাগরিক পাটি- এনসিপি সাতকানিয়া উপজেলার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারী) বিকেলে সাতকানিয়া উপজেলায় স্থানীয় একটি হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় চট্টগ্রাম-১৫ আসন পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, ৩৬ জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগারো দলীয় জোটকে বিজয় করতে হবে। চাঁদাবাজ, দখলবাজমূক্ত দেশ গড়ার লক্ষ্যে দাঁড়ি পাল্লার প্রতীকে সীল মারতে হবে। চব্বিশ আন্দোলন ছিলো তারুণ্যের তাই তারুণ্যের প্রথম ভোট এগারো দলের পক্ষে হোক।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারেক হোসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পাটি এনসিপির চট্রগ্রাম দক্ষিণ জেলা যুগ্ন সমন্বয়কারী মোহাম্মদ সিফাত হোসাইন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, অফিস সম্পাদক নুরুল হক, সাতকানিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী কাজী তৌহিদুল ইসলাম মাসুম, যুগ্ন সমন্বয়কারী মোহাম্মদ ইউনুছ, সদস্য মোহাম্মদ জোবাইর প্রমূখ।