চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সালাহ্ উদ্দিন হাসান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাতকানিয়া পৌর সদরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা সালাহ্ উদ্দিন হাসান চৌধুরী সাতকানিয়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড সতিপাড়া এলাকার মৃত এডভোকেট মোকতার আহমেদ চৌধুরী ছেলে এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঈনুদ্দীন হাসান চৌধুরীর ছোট ভাই। তিনি বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল হক আওয়ামীলীগ নেতা সালাহ্ উদ্দিন হাসান চৌধুরীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি রাজনৈতিক মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান সালাহ্ উদ্দিন হাসান চৌধুরীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।