ইরানে সরকারবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিল ২৬ বছর বয়সী তরুণ ব্যবসায়ী এরফান সোলতানি। বিচারে সে দেশের আদালত তরুণ এরফান সোলতানিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে রায় দেয়। পরবর্তীতে ইরানে সরকার সে রায় স্থগিত করেছে বলে তার পরিবার এবং নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও-এর সূত্রে প্রকাশ করেছে সংবাদ সংস্থা সিএনএন।
বুধবার (১৪ জানুয়ারি) তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল।
তরুণ ব্যবসায়ী এরফান সোলতানি ইরানের রাজধানী তেহরানের শহরতলি কারাজে বাস করেন। গত ৮ জানুয়ারি বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায় আইনশৃংখলা বাহিনী। পরে মাত্র তিন দিনের বিচারপ্রক্রিয়ার পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
আদালতে সোলতানির পরিবারের কোনো সদস্য বা বন্ধু বিচার প্রক্রিয়ায় উপস্থিত থাকতে পারেননি। তার বোন একজন নিবন্ধিত আইনজীবী হলেও তাকে অনুমতি দেওয়া হয়নি। বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল।
সোলতানির আত্মীয় সোমায়েহ জানান, তারা জানতে পেরেছেন যে দণ্ড কার্যকর করা হয়নি, তবে এটি এখনো পুরোপুরি বাতিল হয়নি এবং তারা আরও তথ্যের অপেক্ষায় রয়েছেন।
এদিকে, হোয়াইট হাউসে এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তারা জানতে পেরেছে ইরান এখন বিক্ষোভকারীদের হত্যা এবং আটককৃতদের মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত করেছে। কয়েক ঘণ্টার মধ্যে এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত হওয়ার সংবাদ আসে।