যশোরের শার্শায় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক ডা. কাজী নাজিব হাসান এর সভাপতিত্বে সভায় উপজেলার আইন শৃঙ্খলা, চোরা চালান প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শওকত মেহেদী সেতু।
সভায় শার্শা উপজেলা বিএনপি’র উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি হাসান জহির, বেনাপোল পৌর সভাপতি মোঃ নাজিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আজিজুর রহমান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।