শহীদ শরিফ ওসমান হাদীর খুনিদের বিচারের দাবিতে পঞ্চম দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন বরিশালের ছাত্র-জনতা।
শুক্রবার (০২ জানুয়ারী) নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে অবস্থান করে অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এসময় তীব্র শীত উপেক্ষা করে রাজপথে নেমে আসা ছাত্র-জনতা জানান, কোনো প্রতিকূল পরিবেশই আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা আমাদের ভাইকে ভুলে যেতে পারি না। ভাইয়ের হত্যার বিচারের দাবি নিয়েই তো এসেছি। দাবি পূরণ হোক, তারপর শীতের তীব্রতা উপভোগ করব।
তারা জানান, বিপ্লবী হাদী আমাদের চোখের মনি ছিল। তাকে হারিয়ে আমরা শূন্য। এই শূন্যতা পূরণ হবে না। তবে হাদির খুনিদের শাস্তি দিতে পারলে তার আত্মা শান্তি পাবে। প্রশাসন কিছু করতে না পারলে আমরা এই আন্দোলন আরও তীব্রতর করব। আধ্ত্যিবাদ বিরোধী শহীদ উসমান হাদীর খুনিদের বিচার বাংলার মাটিতে হতেই হবে।