বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাধারণ জনগণের ভাগ্য উন্নয়নের রাজনীতি করেছেন। জনগণের সাথে মিশে দুঃখ উপলব্দি করেছেন। গরীবের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনেছেন।আমি তার আদর্শকে বুকে লালন করে রাজনীতির মাঠে নেমেছি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ভেলাবাড়ী ইউনিয়নের ধানের শীষের সমর্থকবৃন্দের আয়োজনে 'তারণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বগুড়া-০১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসন থেকে ধানের শীষের দলীয় মনোনয়ন প্রত্যাশী কর্ণেল (অবঃ) জগলুল আহসান এসইউপি.পিএসসি.জি, ভূ-রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক।
তিনি বলেন, যমুনা নদীকে উন্নয়নের বাধা হিসেবে উল্লেখ করে বিগত দিনের নির্বাচিত এমপিরা জনগণের সাথে প্রতারণা করেছেন। কিন্তু এই যমুনা নদীকে স্থায়ী শাসন করে শিল্প নগরী গড়ে তোলা সম্ভব। ফ্যাসিস্ট সরকারে আমলে জামালপুরের লোকজন অবৈধভাবে সারিয়াকান্দির যে জমিগুলো নিয়ে গেছে সেগুলো উদ্ধার করা সহ চরাঞ্চলের সোলার পাউয়ার প্লান্ট স্থাপনের মাধ্যমে সেখানে শিল্প কারখানা গড়ে তোলার কাজ করতে চাই। নদীর তীরে নদী ভিত্তিক বিশ্ববিদ্যালয় স্থাপন করে স্থানীয় ছেলে-মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সূযোগ করতে চাই।
এছাড়াও রিভার ট্যুরিজম স্থাপনের মাধ্যমে এলাকার কর্মস্থানের ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন তিনি। এলাকার উন্নয়নে তিনি যে সাত দফা কর্মসূচি হাতে নিয়েছেন সেটি ব্যস্তবায়ন হলে এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। তাই ভোটের রাজনীতি না করে সাধারণ জনগণের ভাগ্যের উন্নয়নে কাজ করার জন্যে সকলকে আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাছুদুর রহমান হিরু মন্ডল।
আরও বক্তব্য রাখেন, ভেলাবাড়ী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান টিটু প্রমুখ।