চট্টগ্রামের সাতকানিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে শহীদ আহমদুল হক চৌধুরীর সুহৃদের সম্মানে ইফতার ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকেলে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী সভাপতিত্বে চেয়ারম্যানের বাড়িতে এ ইফতার ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
কাজী মহিউদ্দিন সাদেক ও স্মৃতি সংসদের সভাপতি ওমর ফারুকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডিশনাল পিপি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-০৬ চট্টগ্রামের এডভোকেট এরশাদুর রহমান রিটু, অধ্যাপক আবু বক্কর সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান সরোওয়ার কামাল, জসিম উদ্দিন, মুজিবুর রহমান মেম্বার, আবু বক্কর মেম্বার, অধ্যক্ষ সম্রাট শাহজাহান, আহমদ সৈয়দ, আজিজ সিকদার, জাফর আহমদ, আমিরুজজামান, জুনাঈদুল হক মাকসুদ, ফারুক আহমদ, দিদারুল হক বাপ্পি, সুলতান মাহমুদ মাসুদ।
উপস্থিত ছিলেন আলহাজ্ব সৈয়দ আহমদ, আলহাজ্ব ফরিদুল আলম, আলহাজ্ব আবুল কাশেম চৌধুরী, আলহাজ্ব জাফর আহমদ, শাহাবুদ্দিন রাশেদ, সাবেক ইউপি সদস্য মনছুর আহমদ, মাস্টার সেলিম রেজা, মাস্টার শফিকুল আলম, মোহাম্মদ আব্বাস, মাস্টার আবু হানিফ, মাস্টার নুরুল আলম, আবদুন নুর মুন্সি, নুরুল ইসলাম রাশেল প্রমূখ।
বক্তারা বলেন, শহীদ আলহাজ্ব আহমদুল হক চৌধুরী ছিলেন সাতকানিয়ার জন্য হ্যামিলিনের বাঁশিওয়ালার মত, যার চিন্তা ছিল সাতকানিয়ার তথার সামগ্রিক উন্নয়ন।