চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড হাছনা ভিটা এলাকায় আওয়ামী লীগ নেতা নূরুল আলম দুই একর খাস জমি অবৈধভাবে দখলে নিয়ে সে জায়গায় মার্কেট নির্মান করছেন। পতিত স্বৈরাচারি শেখ হাসিনার আমলে ক্ষমতার অপব্যবহার করে তিনি এই খাস জমি দখল করেন।
অভিযুক্ত নুরুল আলম লামা উপজেলার সরই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পুটিবিলা নয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা ওয়াহেদ আলীর পুত্র।
এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন শাহ আলম নামের এক ব্যক্তি।
অভিযুক্ত নূরুল আলম বলেন, আমি খাসজমি গুলো বন্দোবস্তি নিয়েছি। তাই পাকা মার্কেট ও ঘর নির্মান করছি। তবে তিনি বন্দোবস্তির সঠিক কোন কাগজপত্র দেখাতে পারেননি।
অভিযোগকারী শাহ আলম বলেন, পুটিবিলা পহর চান্দা মৌজার ৫ নং সিটের ৪০১৬, ৪০২৮, ৪০১৪ বিএস দাগ নং খাসজমির দুই একর তথা পাঁচ কানি জায়গা অবৈধভাবে দখল করেছেন নূরুল আলম। জনস্বার্থে ও সরকারি সম্পত্তি উদ্ধার করার জন্য জেলা প্রশাসক ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছি। এখন প্রশাসনের দায়িত্ব, অবৈধ দখল উচ্ছেদ করবেন কিনা।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।