বান্দরবানের লামা উপজেলার অন্যতম নারী শিক্ষাপ্রতিষ্ঠান লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নবীন বরণ এবং এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মোঃ মাসুম সরদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের আবাসিক প্রকৌশলী ও কনসালটেন্ট ইঞ্জি: মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ।
সংবর্ধনা অনুষ্ঠানের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় যারা জিপিএ-৫ অর্জন করেছে, তাদের বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান, নবীন বরণ বিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সিনিয়র শিক্ষার্থীরা। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ মঈন উদ্দিন বলেন, "নারীদের শিক্ষায় এই বিদ্যালয়ের ভূমিকা প্রশংসনীয়। বিশেষ করে কৃতি শিক্ষার্থীদের এই সাফল্য বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ছাত্রীদের সৃজনশীল ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে।"
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জেবুন্নাহার বেগম। এসময় অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।