বান্দরবানের লামার ফাইতংয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা ভাঙ্গার কার্যক্রমের দ্বিতীয় দিনে (১৪ আগস্ট) বৃহস্প্রতিবার বান্দরবানের লামায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে আরও ৪ টি সহ দুই দিনে মোট ৬ টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
গুড়িয়ে দ্য়ো ইটভাটাগুলো- ইউনাইটেড ব্রিকস ম্যানুঃ, এলাহি ব্রিকস ম্যানুঃ, সেভেন ব্রিকস ম্যানুঃ, এনআরবি ব্রিকস ম্যানুঃ, শিরাত ব্রিকস এবং এমবিআই ব্রিকস ম্যানুঃ।
অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম সহ ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও ফাইতং ফাঁড়ি পুলিশ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন
এছাড়া মেজর হাফিজ এর তত্বাবধানে সেনাবাহিনীর একটি দল উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ।মো. রেজাউল করিম জানান, মহামান্য হাইকোর্টের রীট পিটিশন নং ১৫৮৯২/২৩ এর আদেশবলে বান্দরবান জেলা প্রশাসন, লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান এর যৌথভাবে গত ১৩ আগস্ট বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবস্থিত EBM ও 7BM নামক অবৈধ ইটভাটা গুড়িয়ে বৃক্ষরোপণ করা হয়। একই আদেশবলে পরদিন ১৪ আগস্ট একই এলাকয় অবস্থিত UBM, SBW, MBI ও NRB নামক আরও ৪টি ইটভাটা গুড়িয়ে বৃক্ষরোপণ করা হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে মহামান্য হাইকোর্টের নির্দেশে দুদিনে ৬টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।