"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা"এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ইং।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপ্রক সহ-সভাপতি তানফিজুর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, উপজেলা স্বাহ্য কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা নাদিম, সহকারী তথ্য অফিসার রাশেদুল হক, জামায়াতে ইসলামীর উপজেলা আমির কাজী মো: ইব্রাহীম, লামা থানার উপ-পরিদর্শক নওফেল বিন আলম।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সাধারন সম্পাদক আব্দুস শুক্কুর।
লামা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি আবদুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ মঈন উদ্দিন বলেন, দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা, যা দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। তিনি তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন "দেশের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের তরুণদের সততা ও নৈতিকতার উপর। তারুণ্যের শক্তিই পারে আগামীর শুদ্ধ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে।"
তিনি আরও যোগ করেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে এবং এর সফল বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং দুর্নীতি দেখলে প্রতিবাদ করার মানসিকতা তৈরি করতে হবে।
আলোচনা সভায় লামা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।