লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির উঠান বৈঠকে এক আওয়ামী লীগ নেতাকে বিশেষ অতিথি করা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। ওই বৈঠকে কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান প্রধান অতিথি ছিলেন।
বুধবার (৩০ জানুয়ারী) রামগতি উপজেলা আলেকজান্ডার ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলের ঘোষিত ৩১ দফা জনগণের কাছে তুলে ধরতে উঠান বৈঠক হয়। ওই বৈঠকে ইউপি চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগের সদস্য শামীম আব্বাস সুমনও উপস্থিত ছিলেন। ওই মঞ্চে শামীম আব্বাসের পাশে উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন বসা ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় এবিএম আশরাফ উদ্দিন নিজান।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির মধ্যমসারির একাধিক নেতা জানান, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বিএনপির মঞ্চে, ঘটনাটি আমাদের ব্যথিত করেছে। এতে দলীয় নেতারা ক্ষুব্ধ।
এব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমন বলেন, ঘটনাটি এমপি সাহেবের (এবিএম আশরাফ উদ্দিন নিজান) কাছ থেকে জেনে নেন। আমি কিছু বলব না।
রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন বলেন, আমাদের দলীয় বৈঠকে হঠাৎ শামীম আব্বাস সুমন ঢুকে পড়েছেন। তিনি আমাদের দলীয় কেউ না। নেতাকর্মীরা এ নিয়ে চরম উত্তেজিত, ক্ষুব্ধ হয়েছেন।