লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ‘ভূমিদস্যু ও মানব পাচারকারী’ নুরুল করিমকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (০৮ ফেব্রুয়ারী) রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপজেলার করইতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এদিকে নুরুল করিমকে গ্রেফতারের খবরে এলাকায় আনন্দ মিছিল ও পাড়ায় পাড়ায় মিষ্টি বিতরণ করেছেন এলাকাবাসী।
ডিবি অফিস সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চার শিক্ষার্থী হত্যা মামলায় নুরুল করিমকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে জমি দখল, মানব পাচার ও টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।
জানা গেছে, একসময়ের ট্রলি চালক নুরুল করিম সৌদি আরব গিয়ে মানব পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন। মানুষকে জাল ভিসা দিয়ে বিদেশে নিয়ে কোনো কাজ দিতেন না। ফলে বাধ্য হয়ে মানুষ দেশে ফেরত আসত। তার কাছে পুরো জেলাসহ ওই এলাকার পাঁচ শতাধিক মানুষ প্রতারণার শিকার হয়েছেন। পরে করিম দেশে এসে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। এরপর করইতলা এলাকায় নামে-বেনামে অনেক মানুষের জমি দখল করেন তিনি।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্মকর্তা সাহাদাত হোসেন টিটু বলেন, করিমকে বৈষম্যবিরোধী আন্দোলনের চার শিক্ষার্থী হত্যার ঘটনার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সদর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।