কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের পান্থাপাড়া গ্রামের ফেডারেশন বাজারের পাশে আপন দুই বোন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে জেলার রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের পান্থাপাড়া গ্রামে।
জানা যায়, পিতা শৈলেন্দ্র নাথ বর্মন ও মাতা শোভা রানী দম্পতির প্রথম মেয়ে স্নিগ্ধা রানী (২৪) ও দ্বিতীয় মেয়ে পূর্ণিমা রানী (১৮) উভয়ে নোটারী পাবলিক কার্যালয়, লালমনিরহাট জজ কোর্টে উপস্থিত হয়ে এফিডেভিট এর মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন। এর আগে তারা ১৫ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে স্থানীয় আলেমের কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
বর্তমানে স্নিগ্ধা রানীর নাম রাখা হয়েছে মারইয়াম জান্নাত এবং পূর্ণিমা রানীর নাম রাখা হয়েছে হুমায়রা জান্নাত।
তাদের ভাষ্য মতে, তারা সেচ্ছায় স্বজ্ঞানে ও অন্যের বিনা প্ররোচনায় ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহন করেছেন।