চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও ৩ জন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার সরফভাটার সীমান্তবর্তী বোয়ালখালীর দুইজ্জাখালের লেমু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আওয়াইমং মারমা (৩৩) সরফভাটা বড়খোলাপাড়া এলাকার অংসিপ্রু মারমার ছেলে।
আহতরা হলেন- ওই এলাকার মংসাযাই মারমার ছেলে মংরে মার্মা (৩৫), চাইপিউ মারমার ছেলে হ্লাসাথুই মারমা (২৫) ও সাউচিং মারমার ছেলে উসাইমং মারমা (১৭)।
স্থানীয় বাসিন্দা মাস্টার অনন্ত চৌধুরী জানান, নিহত ও আহতরা পেশায় লেবু চাষী৷ প্রতিদিন লেবু বাগান পরিচর্যা, লেবু তোলা ও বিক্রি করে তারা সংসার চালায়। প্রায় রাতে তারা বাগান পাহাড়া দিতে সেখানে রাত্রিযাপন করে। বুধবার রাতেও তারা ৪ জন লেবু বাগান পাহারা দিতে গেলে ভোররাতে একদল সন্ত্রাসী হামলা চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহত হয় ৩ জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, লেবু চাষীদের ওপর গুলিবর্ষণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।