রাঙ্গামাটির লংগদু উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ মুহাম্মদ ইউনুছের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে। তিনি জোরপূর্বক বিরোধীয় জমি দখলে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন মালিকানা দাবিদার গুলনাহার বেগম।
জানা যায়, লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম বাইট্টাপাড়ায় স্থানীয় গুলনাহার এবং মুহাম্মদ ইউনুছের জমি বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান। এ নিয়ে ২০২২ সালে ইউনুছের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা এবং একটি উচ্ছেদ মামলা করা হয়। চলতি সালের ৫ জানুয়ারি আদালত বিচারাধীন মামলার জমির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এতে ৮ মে পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন রাঙ্গামাটির আদালত। কিন্তু আদালতের আদেশ অমান্য করে জায়গা দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করছেন ইউনুছ।
বাদী গুলনাহার বলেন, ওই জমি নিয়ে আমার ও ইউনুছের মধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু ৭ জানুয়ারি রাতে ইউনুছ তার দলবল নিয়ে আমার জায়গায় একটি টিনের ঘর নির্মাণ করেছে।
এদিকে, জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সৈয়দ মুহাম্মদ ইউনুছ দাবি করে বলেন, আমি আমার নিজের জায়গায় ঘর নির্মাণ করেছি।