চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড়ঠাকুরপাড়া-হামজারপাড়া থেকে কাপ্তাই সড়ক সংযোগকারী প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি দীর্ঘদিনের অবহেলায় জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী এ সড়কে প্রতিদিন কয়েক গ্রামের ২০ হাজারেরও বেশি মানুষ চরম ভোগান্তিতে চলাচল করছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সড়কটি সংস্কারের দাবিতে পূর্ব গুজরা গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- অতিরিক্ত পিপি এডভোকেট তাজুল ইসলাম, এ কে এম জাহানঙ্গীর আলম, সাংবাদিক তৈয়ব চৌধুরী, রমজান আলী, হাফেজ শহীদুল ইসলাম, ডা. কানন মহাজন, ডা. সজীব বড়ুয়া।
বক্তাগণ এ সড়কটি দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।