রাজধানীর যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত শফিকুল ইসলাম (৪২) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। ভোর রাত ৩টা ২৫ মিনিটে তার বড় মেয়েকে মোবাইলে ম্যাসেজ করে আত্মহত্যা করেন। তবে আত্মহত্যার কারণ জানা সম্ভব হয়নি।
সহকর্মীদের ধারণা, মানসিক সমস্যা ও হতাশা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন।
বুধবার (২৮ জানুয়ারি) ভোরের দিকে ঘটনাটি ঘটে।
শফিকুল ইসলামের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার মৌটুপী গ্রামে। তিনি ওই এলাকার মান্নান মল্লিকের ছেলে। ২০০৩ সালে পুলিশ সার্ভিসে যোগ দেন শফিকুল ইসলাম।
যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাসেল জানান, ফাঁড়ির ওয়াশরুমে তার ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ ঘুমাতে পারেননি। ভোর রাত ৩টা ২৫ মিনিটে বড় মেয়েকে মোবাইলে ম্যাসেজ করে শফিকুল লেখেন, ‘আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রেখো।