বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, ১৭ রমজান বদর দিবস। মুসলিম উম্মাহর জন্য একটি অনুপ্রেরণাদায়ক দিন। হিজরী ২য় বর্ষে বদরের ময়দানে রাসুলুল্লাহ (সাঃ) এর নেতৃত্বে মাত্র ৩১৩ জন মুজাহিদ হাজার হাজার সশস্ত্র কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করেন। এ যুদ্ধে মুসলমানদের তেমন কোন হাতিয়ার ছিল না। এ বিজয়ের মূল হাতিয়ার হলো মুসলিম উম্মাহর ঈমানী চেতনা। ঈমানের বলে বলীয়ান হয়ে সেদিন মুসলমানগণ নিজেদের সঁপে দিয়েছেন। আল্লাহর কাছে এ ঈমান এতই প্রিয় ছিল যে, সেদিন আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের বিজয় দান করেছিল। বদরের বিজয় বাতিলের বিরুদ্ধে সম্মুখ সমরে মুক্তির প্রথম সোপান। বদরের বিজয় ইসলামী বিপ্লবের প্রথম সূতিকাগার।
মঙ্গলবার (১৮ মার্চ) চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে বদর দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন নোমান, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, এডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারী মাওলানা নুরুল হোছাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আরিফুর রশীদ, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী প্রমুখ সহ উপজেলা ও থানা নেতৃবৃন্দ।