গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, বিএনপি গত ১৫ বছরে নির্যাতন নিপীড়ন আর জুলুমের শিকার হয়েছে। সেই মজলুম বিএনপি এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিএনপিকে সেই ভূমিকা থেকে সরে আসতে হবে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া পৌরসভার নেতা সাকিবকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন তিনি।
আবু হানিফ বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও যুবদল নেতা তাইজুলের নেতৃত্বে গণঅধিকার পরিষদের নেতা সাকিবের ওপর হামলা করে বিএনপির নেতাকর্মীরা। এই এলাকায় কেউ বিএনপির বাহিরে অন্য কোনো দল করতে পারবে না বলে তারা ঘোষণা দেয়। সাকিবের ওপর হামলার সময় পুলিশ উপস্থিত ছিল কিন্তু পুলিশ এগিয়ে আসে নাই। হাসপাতালে দেখে আসলাম সে কথা বলতে পারছে না। সারা শরীরে আঘাতের চিহ্ন।
তিনি বলেন, বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে ছিল-বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা করছে। এটা স্পষ্টত বিএনপি তাদের যুগপৎ শরিকদের সঙ্গে বেঈমানি করছে।
আবু হানিফ বলেন, আওয়ামী লীগ যে কায়দায় দেশে লুটপাট, চাঁদাবাজি, দখলদারি করতো একই কায়দায় কাজ করছে বিএনপি। দেশে নব্য দখলদারিত্বের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ সংগ্রাম চালিয়ে যাবে।
এসময় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের, ঢাকা মহানগর দক্ষিণ, যুব অধিকার পরিষদ এর সাংগঠনিক সম্পাদক শেখ মো. মুনায়েমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।