বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া-মাস্টারবাড়ী চেয়ারম্যান মার্কেটে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।
ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান মজু, মোঃ রুহুল আমীন, খালেদা নার্গিস, বীর মুক্তিযোদ্ধা আ: সালাম, ময়মনসিংহ জেলা যুবদলের সহসম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদল সভাপতি আলহাজ্ব আবু সাঈদ জুয়েল, উপজেলা বিএনপির সদস্য মাসুদ পারভেজ চাঁন মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রউফ, সাবেক শ্রমিকদল সভাপতি মনিরুজ্জামান মনির, শ্রমিক দল সভাপতি সৌমিক হাসান সোহাগ, বিএনপি নেতা মো: খলিলুর রহমান, উপজেলা জাসাসের সহসভাপতি সফিউল্লাহ আনসারী, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শরীফ হাসান, সদস্য হাসিব আল হানিফ, ভালুকা উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি ও হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিকদল সভাপতি প্রার্থী মোঃ হারুন অর রশিদ প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিএনপির গৃহীত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।