বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ভালুকা উপজেলার ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন শাখার ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বর্তা গ্রামের একটি মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ কবির হোসেন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সারোয়ার জাহান এমরান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রুহুল আমিন, সদস্য মনিরুজ্জামান মনির, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আসাদুল্লাহ চৌধুরী ধ্রুব, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, দপ্তর সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, যুবদল নেতা আরিফুল ইসলাম জয় প্রমুখ।
এছাড়াও এসময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।