বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহের ভালুকা উপজেলা শাখার উদ্যােগে বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদদের সাথে মতবিনিময় সভা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ মার্চ) সন্ধ্যায় ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ম একটি রেস্টুরেন্টে এ মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলার আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ছাইফ উল্লাহ পাঠান ফজলুর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি শহীদুর রহমান শাহীন এর পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মজলিশে শূরা সদস্য ও গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর ইসমাইল হোসেন সোহেল।
আরও উপস্থিত ছিলেন জেলা মজলিশে শূরা সদস্য মাওলানা মোবারক হোসেন। এসময় বিএনপি ও ইসলামী ঐক্যজোট সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।