মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন দেওয়ার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান।
শনিবার (১১ জানুয়ারী) বিকেল ৩টায় পূর্ব রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষে কড়লডেঙ্গা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোলেইমান তালুকদারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক হাজ্বী ইছহাক চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান হামিদুল হক মন্নান, সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহ আলম, মো.আবু সিদ্দিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সহকারী মহাসচিব বিশ্বজিৎ দত্ত বাবু, ইকবাল হোসেন মেম্বার, জসিম উদ্দিন মেম্বার, মহিদুল আলম জিকু, মো. জোবাইয়ের হোসেন রায়হান।
কড়লডেঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বশর চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা ইসমাইল হোসাইন, মো. গোলাম হোসেন নান্নু, রেজাউল করিম সাদ্দাম, ছাত্রদল নেতা মো. কামাল হাসান রকি, জোনায়েদ তাহরিম, হাসিবুল শান্ত সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পরে দক্ষিণ করলডেঙ্গা শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন করেন নেতাকর্মীরা।