সিলেটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হট্টগোল ও হাতাহাতির ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়।
রবিবার (২৩ মার্চ) সকালে সদর উপজেলার আউশা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আক্তার হোসেন জালালাবাদ থানার আউসা গ্রামের আব্দুল মনিরের ছেলে। মামলায় তিনি ৩ নম্বর আসামি।
জানা গেছে, শনিবার (২২ মার্চ) বিকেলে নগরীর বালুচর এলাকার একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা এনসিপি জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য, পেশাজীবী, সাংবাদিক ও রাজনীতিবিদদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহবুব রহমান শান্তর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সিলেটের শাহপরান থানার ওসি মো. মনির হোসেন বলেন, এনসিপির ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনার মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক আক্তার হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন। বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মামলার বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।