পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী বিতর্কিত লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে উত্তেজনার মধ্যে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন।
জানা গেছে, মঞ্চ ৭১-এর অনুষ্ঠান আয়োজনের খবর পেয়ে জুলাই আন্দোলনারীরা অনুষ্ঠানস্থলে গিয়ে ঘেরাও করেন। এ সময় লতিফ সিদ্দিকী ও উপস্থিত অন্যদের অবরুদ্ধ করে রাখেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে এই অনুষ্ঠানের আয়োজন করে মঞ্চ ৭১। এতে অতিথি ছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। তিনি ১১টার দিকে অনুষ্ঠানস্থলে আসেন । অনুষ্ঠানে গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।
অবরুদ্ধকারীদের দাবি, আলোচনা সভার আড়ালে পতিত আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী রাস্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। ফ্যাসিস্ট গোষ্ঠীকে কোথাও দাড়াঁনোর সুযোগ দেয়া হবেনা জানিয়ে তারা বলেন, যেখানেই ফ্যাসিস্ট-সেখানে প্রতিরোধ করা হবে।
আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের এডিসি হাফিজ আল আসাদ জানান, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আটকদের আপাতত শাহবাগ থানায় নেয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে গণ অভ্যূত্থানের বছর পরে আত্মপ্রকাশ করা মঞ্চ ৭১- নামের এ সংগঠনটির ব্যাপারে আওয়ামী পূনর্বাসনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।