বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট আদর্শ থানা শাখার উদ্যোগে ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও অর্থসহ কুরআন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে কেরানীট শহীদ জাহাঙ্গীর আলম সবুজ মিলনায়তনে এ আলোচনা সভা ও কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেরানীহাট আদর্শ থানা শাখার সভাপতি হাবিবুল্লাহ ফয়সালের সভাপতিত্বে ও সেক্রেটারি ওলীউল্লাহ রাহাতের সঞ্চালনায় আলোচনা সভা ও অর্থসহ কুরআন বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কেরানীহাট শহর শাখা আমীর নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য মুসলিমুর রহমান ও রিফাতুল ইসলাম।
প্রধান অতিথি নাসির উদ্দিন বলেন- কেবলমাত্র মুসলমানের জন্য, সমগ্র মানব জাতির সামগ্রীক জীবন পরিচালনার জন্য একমাত্র গাইড লাইন হিসেবে মহান আল্লাহতালা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। বিশ্বে দিকে দিকে আজ যে অরাজকতা, তার একমাত্র কারণ আমরা কোরআন থেকে দুরে সরে আছি। চলমান বৈষম্য ভরা সমাজ ব্যবস্থা নির্মুল করে একটি সাম্য-মৈত্রীময় সমাজ গড়তে হলে আমাদেরকে কোরআনের কাছেই ফিরে আসতে হবে।
তিনি অর্থসহ কুরআন পড়ে সে অনুযায়ী বাস্তব জীবনে আমল করে একজন প্রকৃত মুমিন হিসেবে নিজেকে গড়ে তুলার জন্য ছাত্র-যুব সমাজের প্রতি আহবান জানান।