বান্দরবানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় গরীব ও দুস্থ ৩৫০ পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বান্দরবান সেনা এমডিএস প্রশিক্ষন মাঠে গরীব ও দুস্থ পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন ব্রিগেড ৬৯ পদাতিক মেজর পারভেজ রহমান পিএসসি, রিজিয়ন ব্রিগেড স্টাফ অফিসারবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগীগণ।
প্রধান অতিথির বক্তব্যে মেজর পারভেজ রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনী জনসেবা ও মানবিক সহায়তায় সবসময় আন্তরিকভাবে নিয়োজিত। তারই ধারাবাহিকতায় গরীব ও অসহায় ৩৫০ পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, শুধুমাত্র দেশের নিরাপত্তা রক্ষা নয়, সামাজিক দায়বদ্ধতায় সেনাবাহিনী নিয়মিতভাবে দেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ ও প্রত্যন্ত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা, চিকিৎসা সেবা, ও পুনর্বাসন কার্যক্রম সেনাবাহিনীর চলমান মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।