বান্দরবান জেলার লামা উপজেলায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইটভাটা পরিচালনার দায়ে এক ইটভাটা মালিককে ৭লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে উপজেলার ফাইতং ইউনিয়নের এফএসি ইটভাটা মালিক ফরিদুল আলমকে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এ জরিমানার আদেশ দেন। এ সময় ১৮শ ঘনফুট জ্বালানী কাঠও জব্দ করা হয়। বৃক্ষ নিধন করে জ্বালানী কাঠ যোগানের অপরাধে ওই ভাটা মালিককে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
সূত্র জানায়, উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ইটভাটা গড়ে উঠে। এসব ইটভাটায় ইট তৈরির জন্য ভাটা সংলগ্ন পাহাড় ও গাছ কেটে সাবাড় করে ফেলছে, এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পাহাড় কাটা ও বৃক্ষ নিধনের অপরাধে ভাটা মালিককে পৃথক জরিমানাসহ জ্বালানি কাঠ জব্দ করা হয়। একই সময়ে ভাটায় তৈরীকৃত কাঁচা ইট ও চুল্লির আগুন পানির সাহায্যে নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, পাহাড় ও বৃক্ষ নিধনের দায়ে এফএসি ইটভাটা মালিককে সংশ্লিষ্ট আইন এবং পরিবেশ আইনে পৃথক জরিমানা করা হয়েছে।