বান্দরবান ও পার্শ্ববর্তী সাতকানিয়া এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ১১ মামলার আসামি রকি বড়ুয়াকে আটক করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে র্যাব সদস্যরা বান্দরবান শহরের পার্শ্ববর্তী হলুদিয়া এলাকা থেকে তাকে আটক করে। সন্ধ্যায় তাকে সদর থানায় পুলিশে সোপর্দ করা হয়।
র্যাব ১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান ও বান্দরবান ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানিয়েছেন, দীর্ঘদিন থেকে বান্দরবান ও পার্শ্ববর্তী এলাকা সাতকানিয়া, বাজালিয়া এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ ও অপহরণকারী রকি বড়ুয়া ব্যাপক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় ১১টি মামলা ও ৭টি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে।
স্থানীয়দের ব্যাপক অভিযোগের ভিত্তিতে গোপন সূত্রে খবর পেয়ে র্যাব ১৫ অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আটক রকি বড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন থেকে রকি বড়ুয়া ও তার সহযোগীরা বান্দরবান কেরানিরহাট সড়কের বিশ্ববিদ্যালয় এলাকাসহ পার্শ্ববর্তী বাজালিয়া সাতকানিয়া বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি অপহরণের ঘটনা ঘটিয়ে আসছিল। এলাকার লোকজন তাকে নিয়ে আতঙ্কগ্রস্ত ছিল। রকি বড়ুয়া গ্রেফতার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
তবে, তাকে ঠিক কতদিন আটক রাখা যাবে এনিয়ে অনেকের মনে শংকাও দেখা দিয়েছে।