চট্টগ্রামে ফেসবুক লাইভে এসে নগরের বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে পেটানোর হুমকি দিয়েছেন সন্ত্রাসী সাজ্জাদ হোসেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টা ৩৯ মিনিটে নিজের ফেসবুকে লাইভে এসে এই হুমকি দেন তিনি। ২ মিনিট ২৭ সেকেন্ডের এই লাইভে ওসিকে অশ্লীল ভাষায় গালাগালও করেন সন্ত্রাসী সাজ্জাদ। তিনি বায়েজিদ বোস্তামী থানাসংলগ্ন হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে।
হুমকির বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার (ওসি) আরিফুর রহমান বলেন, গত সোমবারও সাজ্জাদের সহযোগীসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। সাজ্জাদের চাঁদাবাজি, অস্ত্রবাজি বন্ধে বায়েজিদ থানা-পুলিশের কঠোর অবস্থানের কারণে পুলিশের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে। এরআগেও থানার একাধিক উপ-পরিদর্শককে (এসআই) হুমকি দেওয়া হয়েছিল।
সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের হুমকির ঘটনায় ওসি বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান।
ফেসবুক লাইভে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সাজ্জাদ বলেন, ওসি আরিফ দেশের যে প্রান্তেই থাকেন না কেন, তাকে নগরের অক্সিজেনে ধরে এনে পেটাবেন। প্রয়োজনে তিনি মরে যাবেন। কিন্তু হার মানবেন না।
পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে বলেন, ওসি আরিফ চাঁদাবাজিসহ তার সন্তান হত্যায় জড়িত। তাকে যাতে বদলি করা হয়।
এদিকে, সন্ত্রাসী সাজ্জাদ ধরা না পড়ায় নগরের বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও, পাঁচলাইশ ও হাটহাজারী থানার প্রায় তিন লাখ বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। এলাকায় তার চাঁদাবাজি অনেকটা প্রকাশ্যেই চলে। মূলত নির্মাণাধীন ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদা তোলেন এই সন্ত্রাসী।