ফেনীতে জাকির হোসেন নামে জামায়াতে ইসলামীর এক রুকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এক মাদ্রাসার অধ্যক্ষকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অংকের চাঁদা দাবির একটি কল রেকর্ডের ভিত্তিতে তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারী) জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আব্দুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা যায়, গত রবিবার ফেনী আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাহমুদুল হাসানকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে জাকির হোসেন ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। এবিষয়ে ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি কল রেকর্ড ফাঁস হয়। তারপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
তবে অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এসব কিছুর সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হান্নান বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়েই সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। জামায়াত ইসলামী কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয় না। কোনো অনৈতিক কাজে জামায়াতের কেউ জড়িত থাকলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।