পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজের স্ত্রীকে দিয়ে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০১ আগস্ট) রাতে পৌরশহরের ২ নম্বর ওয়ার্ড মহিলা কলেজ রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার আন্ধারমানিক এলাকার বাসিন্দা সজিব (২৮) ও তার স্ত্রী হিরা মনি (২৫)।
ভুক্তভোগীদের অভিযোগ, নিজের স্ত্রীকে দিয়ে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করতো সজিব। তার এ অপকর্মে তার স্ত্রী হিরা মনি ছাড়াও তার মা-ও জড়িত।
স্থানীয়রা জানান, ওই দম্পতি বিভিন্ন সময় প্রেমের ফাঁদে ফেলে যুবকদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলে এবং গোপনে অশ্লীল ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে অর্থ আদায় করতো। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন, ‘আমার বাসা মঠবাড়িয়া সরকারি কলেজের পেছনে। ২০২৩ সালে সজিব ও তার মা আমাকে ব্লাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করেন। স্থানীয়দের সহয়তায় আমার রক্ষা হয়। ’
মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।