নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ৭ বছরের শিশু জুঁইকে নৃশংসভাবে ধর্ষণের পরে মুখে অ্যাসিড দিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর শাখা।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে প্রেসক্লাবের সামনে ২৪ ঘন্টার মধ্যে আসমি গ্রেফতারের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয় হয়ে ঘুরে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ।
এ সময় বক্তাগণ বলেন, আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার এখনো পর্যন্ত হয়নি বিধায় নাটোরে সাত বছরের শিশু জুঁই হত্যার মত ঘটনা ঘটেছে। যারা এ ধরনের নৃশংস হত্যার সাথে জড়িত তাদের বিচারের আওতায় এনে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড প্রদানের আহ্বান জানান।