নাটোরের লালপুরে পূর্ব শত্রুতার জেরে আল-মাহমুদ নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ছাত্র-জনতা এলাকাবাসী।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মহেশ্বর বাজারে আল বারাকা ফাউন্ডেশনের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, পিটিয়ে হত্যা করার ঘটনাকে সাপের কামরে মৃত্যুর ঘটনা হিসেবে গুজব ছড়ানো হয়েছে।
স্থানীয়দের দাবি, প্রশাসন নীরব ভুমিকায় না থেকে দ্রুতই সুক্ষ তদন্তে সকল আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে । গত ১১ আগস্ট হামলার পর প্রাথমিক চিকিৎসা চলতে থাকা যুবকটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে ৩১ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় ।
এঘটনায়, লালপুর থানায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় ওই এলাকার ইউসু হাজির ছেলে কাসেম সহ ৫ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে নাটোর জজ কোর্টে মামলাটির বিচার কার্যক্রম চলমান অবস্থায় আছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি।