পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরিক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনের সুযোগ না দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে সংগঠনের নাটোর জেলা ও সদর উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১ টার দিকে ক্যালেক্টরেট ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মাঝে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রাজশাহীর বিভাগীয় সচিব ইয়াকুব আলী, নাটোর জেলা সভাপতি ইকরামুল হক খোকন, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, নাটোর সদর উপজেলা সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক এস এম হাসান সহ কিন্ডার গার্ডেনের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৭ জুলাই-২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অবহিতকরন পত্রটি বাতিল করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল কোমলমতি শিক্ষার্থী যাতে পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক বৃত্তি পরিক্ষায় অংশগ্রহন করতে পারে এ ব্যবস্থা করে দেওয়ার দাবী জানাচ্ছি।
মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) জান্নাতুর ফেরদৌস এর কাছে স্বারকলিপি প্রদান করা হয়।