সাতক্ষীরার তালা উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) তালা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল-জামালুল বান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে গঠন মূলক বক্তব্য রাখেন,খুলনা মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত রহমান মিলন।
বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী নাজমুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মতিউর রহমান, জেলা অফিস সম্পাদক নাহিদ হাসান, উপজেলা সেক্রেটারী মোঃ শহিদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারী ও সাবেক জেলা শিবির নেতা খোরশেদ আলম, তালা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা কবিরুল ইসলাম।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তালা বিদে স্কুলের কৃতি ছাত্র মুসফিক আরেফিন পলাশ ও তালা শহীদ আলী আহম্মদ র্গালস স্কুলের শিক্ষার্থী তাসনিয় তাবাসসুম ওহী প্রমুখ।
অনুষ্ঠানে তালা উপজেলার ১০০ জন এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত সার্টিফিকেট বই, কলম-খাতা, স্টিকার ক্রেষ্ট সহ বিভিন্ন রকমের উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে অভিভাবক সহ তালা সকারী কলেজের শিবির সভাপতি মুরাদুল হক এবং আরও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।