টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্নজনের ছবি ব্যবহার করে পর্নো ভিডিও বানিয়ে মেসেঞ্জার গ্রুপে পোস্ট করে টাকা দাবির ঘটনায় এক স্কুলছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শিক্ষার্থীর ফোন ও ল্যাপটপ জব্দ করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জব্দ করা ফোনে এসব পোস্ট ও ভিডিও ছড়ানোর সত্যতা পাওয়া যায়।
সোমবার (২০ জানুয়ারি) গ্রেফতার ওই স্কুল শিক্ষার্থীকে আদালতে পাঠায় থানা পুলিশ। এর আগে রবিবার রাতে পূর্ব নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শিক্ষার্থী ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে এবার এসএসসি পরীক্ষার্থী।
পুলিশ জানায়, উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা ও ছাত্রী বিভিন্ন ব্যক্তির ছবি ব্যবহার করে পর্নো ভিডিও তৈরি করে একাধিক মেসেঞ্জার গ্রুপ বানিয়ে সেখানে পোস্ট করে। পরে পোস্ট করা ভিডিওর সঙ্গে মোবাইল নম্বর দিয়ে লাখ লাখ টাকা চাওয়া হয়। পরে ফেসবুক, গুগল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আইডিগুলোর মালিক বা ব্যবহারকারী শনাক্ত করা হয়।
ভূঞাপুর থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, জি-মেইল দিয়ে একাধিক ফেসবুক আইডি খোলা হয়েছে ওই ছাত্রীর মোবাইল দিয়ে। লোকলজ্জার ভয়ে অনেকেই কিছু বলতে চান না। এ ঘটনায় ভুক্তভোগী একজন থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করা হয়। এতে গুগল, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তদন্তে আইডির ব্যবহারকারীর পরিচয় শনাক্ত হওয়ার পরই ওই ছাত্রীকে গ্রেফতার করা হয়।