জামালপুর জেলার মেলান্দহে জুলাই-আগস্টে ছাত্রদের ওপর হামলার ঘটনায় ৪ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদের সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভা থেকে মেলান্দহ থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদুজ্জাম সাইদ ও ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু।
মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, গ্রেফতারকৃত চার ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। এছাড়াও জুলাই-আগস্টে ছাত্রদের ওপর হামলার ঘটনাতেও তারা জড়িত। তাদেরকে অতিদ্রুত সময়ের মধ্যে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।