টাঙ্গাইলে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। তাদের বরণ করে নেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বিএনপির সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদ, হুগড়া ইউনিয়নের সাবেক সম্পাদক মফিজুর রহমান, ৫নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মগড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান, সম্পাদক, ৫নং ওয়ার্ডের সভাপতি জিন্নাহ খানসহ অর্ধশতাধিক নেতাকর্মী যোগদান করেন।
বিএনপিতে যোগদান করা নেতা-কর্মীরা জানান, দেশের স্বার্থে আমরা জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছি। ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুকে নির্বাচিত করার জন্য আমরা সর্বাত্মক কাজ করে যাব। সবাই ঐক্যবদ্ধ হয়ে টুকুর জন্য কাজ করব।
এ সময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।