বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে ঈদ উপহার নেওয়ায় ঢাকা কলেজ জামে মসজিদের খাদেম মো. নিজাম উদ্দিনের ৩ মাসের বেতন কর্তন করেছে কলেজ প্রশাসন। তিনি ২৭ বছর ধরে ঢাকা কলেজ জামে মসজিদে খাদেম হিসেবে কর্মরত রয়েছেন।
জানা যায়, ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদের স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা কলেজ অধ্যক্ষ থেকে বিদায় নেওয়ার পর নেহাল আহমেদ দুই বছর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) ছিলেন। বিতর্কিত এ কর্মকর্তাকে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আন্দোলনের মুখে পদত্যাগও করতে হয়েছিলো গত বছর। নেহাল আহমেদ সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ভাগনে।
অভিযোগের বিষয়ে জানতে অধ্যাপক নেহাল আহমেদকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
মসজিদের খাদেম মো. নিজাম উদ্দিন বলেন, ছাত্রশিবিরের ভাইয়েরা সবসমই আমাদের খোঁজ নেন। ঈদের সময় উপহার পাঠায়। প্রতি বছরের মতোই ২০২০ সালেও কোরবানির মাংস পৌঁছে দিয়েছিলেন কলেজ কর্মচারীদের ঘরে। কোরবানির দিন আমি এবং মুয়াজ্জিন সাহেবকে ২ পোটলা মাংস দিয়ে যান। এর কিছু দিন পর দেখি-নেহাল স্যারের আদেশে একটা নোটিশ ধরিয়ে দেয় আমাকে। তিন মাসের বেতন কেটে নেয়৷ ছাত্রশিবির থেকে কোরবানির মাংস নেওয়ায় আরও কয়েকজন স্টাফকেও গালমন্দ করেন নেহাল স্যার।
এ বিষয়ে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, আমাদের দায়িত্বশীল ভাইয়েরা পশু কোরবানি পরবর্তী তাদের ঘরে মাংস পৌঁছে দেন। মাংস নেওয়ায় মসজিদ খাদেমের বেতন কেটে নেওয়ার ঘটনাটি শুনে আমরাও ব্যথিত হয়েছি। কেটে নেওয়া বেতন দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য কলেজ প্রশাসনকে দাবি জানান।
এ বিষয়ে জানাতে চাইলে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, কোরবানি মাংস নেওয়ায় মসজিদ খাদেমের বেতন কেটে নেওয়া হয়েছে এমন একটা ঘটনা আমিও শুনেছি। কলেজ ঈদের বন্ধে রয়েছে। ক্যাম্পাস খুললে বিষয়টি আমরা খতিয়ে দেখব। দেনাপাওনা থাকলে বুঝিয়ে দেওয়া হবে।