কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আসিফ ইকবাল (২৫) নামে এক ছাত্রদল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আসিফ ইকবাল গুণবতী ইউনিয়ন ছাত্রদলের কর্মী।
শুক্রবার (১০ জানুয়ারী) ভোরে উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি দেশীয় শটগান উদ্ধার করা হয়।
চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তার উজ জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে চৌদ্দগ্রাম উপজেলায় নিয়োজিত সেনা সদস্যরা গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামের ছাত্রদল কর্মী মো. আসিফ ইকবালের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তাকে আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী বিছানার নিচে লুকানো একটি দেশীয় তৈরি শটগান উদ্ধার করা হয়। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।